Joy Jugantor | online newspaper

নন্দীগ্রামকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করতে মতবিনিময়

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ২১:২৭, ২৩ জুন ২০২২

নন্দীগ্রামকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করতে মতবিনিময়

মতবিনিমিয় সভা।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) আবু তাহের মাসুদ রানা। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জল কুমার ঘোষ। 

এছাড়াও অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি, সাধারণ সম্পাদক মেয়র আনিছুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, কৃষি কর্মকর্তা আদনান বাবু,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী ও আবুল কালাম আজাদসহ প্রমুখ।