Joy Jugantor | online newspaper

বগুড়ায় তথ্য অফিসের সচেতনমুলক আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫১, ২২ জুন ২০২২

বগুড়ায় তথ্য অফিসের সচেতনমুলক আলোচনা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে বগুড়ায় সচেতনমূলক আলোচনা সভা করেছে জেলা তথ্য অফিস।

বধবার বেলা ১১টার দিকে ফাঁপোর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, অপপ্রচার, গুজব, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে এ সভা অনুষ্ঠিত হয়।

ফাঁপোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসানের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসে বগুড়ার মো. ফিরুজুল হক ডাবলুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমসাময়িক বিষয় গুলো গুরুত্ব সহকারে তুলে ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি গুজব সমাজের পরিবেশ নষ্ট করছে। এগুলো কারো জন্যই ভালো না। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। না জেনে না বুঝে এখন কোন কিছুই করা যাবে না। তথ্য অফিস ও সরকারি অফিসে জানার অনেক সুযোগ রয়েছে। জেনে বুঝে কাজ করলে দেশ আরো এগিয়ে যাবে।

অনুষ্ঠানে স্বাগত ও সুচনা বক্তব্যে রাখেন সিনিয়র তথ্য অফিসার কবির উদ্দিন। এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ৯ নম্বর ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম, ৪নম্বর ওয়ার্ড সদস্য রুবেল উদ্দিন মন্ডল, ৮নম্বর ওয়ার্ডের সদস্য জিল্লুর রহমান প্রমুখ। শেষে বিষয় ভিত্তিক সংগীত পরিবেশন করা হয়।