Joy Jugantor | online newspaper

মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে হত্যাচেষ্টার অভিযোগ, ছেলে আটক

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২০:১১, ২১ জুন ২০২২

মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে হত্যাচেষ্টার অভিযোগ, ছেলে আটক

ছবি সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদকাসক্ত ছেলে আল মামুনকে (২৫) মঙ্গলবার (২১ জুন) সকালে আটক করেছে পুলিশ।

এর আগে সোমবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার বোদা জামাদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, আল মামুন সোমবার সন্ধায় তার মা মুনিয়ারার কাছে মাদক কেনার জন্য টাকা নিতে যায়। টাকা না দিতে না চাইলে মামুন তার মা মুনিয়ারাকে কিলঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে হত্যার উদ্দেশ্যে বুকে পা রেখে গলা টিপে ধরেন। এ সময় রেজাউল করিম স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেন। একপর্যায়ে মামুন তার বাবাকে মারধর করেন এবং গলা টিপে ধরেন। এ সময় মানিয়ারার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুইজনকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ওই দিন রাতেই ছেলে আল মামুনের বিরুদ্ধে বোদা থানায় অভিযোগ দায়ের করেন রেজাউল করিম।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, আল মামুনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।