Joy Jugantor | online newspaper

বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

নাটোর প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:০৪, ২৭ মে ২০২২

বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি।

নাটোরের বাগাতিপাড়ায় গাছ থেকে আম পাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে মাজেদ হোসেন (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে বাগাতিপাড়া সদর ইউনিয়নের জিগরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মৃত মাজেদের বাড়ি পার্শ্ববর্তী পাকা ইউনিয়নের আস্তিকপাড়া এলাকায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিগরী বাজারের দক্ষিণ পাশে ক্ষিদ্রমালঞ্চি গ্রামের মোশাররফ হোসেন তার একটি আমগাছ ওই এলাকারই আইয়ুব আলীর কাছে বিক্রি করেন। সেই গাছের পাশে ঘরের টিনের চালার ওপর দাঁড়িয়ে আম পাড়ছিলেন তিনি। একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘরের চালার ওপর পড়ে যান তিনি। স্থানীয়রা চালা থেকে নামানোর কিছু সময় পর তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জিগরী বাজারের দোকানি রবিউল ইসলাম জানান, মানুষের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি লোকটি ঘরের টিনের ওপর পড়ে আছেন। আর পাশে বিদ্যুতের তারের সঙ্গে আমপাড়া আংটায় ঝুলছে কাঁচা বাঁশের লগি। টিনের ওপর থেকে তাঁকে নামানো হয়। কিছু সময় পর সেখানেই তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ হয়নি।