
শিবগঞ্জে কীটনাশক দোকানের উদ্বোধন করা হয়।
বগুড়ার শিবগঞ্জ-মহাস্থান সড়কের তেঘরী ফায়ার স্টেশন সংলগ্ন এলাকায় মেসার্স আয়রা আয়াত সুভা ট্রেডার্স নামে কীটনাশকের দোকান উদ্বোধন করা হয়েছে।
বুধবার ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শহিদুল ইসলামের বাবা আলহাজ্ব ছলেমান আলী প্রামাণিক ওই দোকানের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম, আবু সাইদ তারা, আলহাজ্ব আব্দুল কাদের, সুমন মিয়া, মোশারফ হোসেসন, জাহেদুল ইসলাম, সাইফুল, তাহেলাল, সিদ্দিক, তাজেল, মজনু মিয়া, বেলাল হোসেন প্রমুখ।
কীটনাশকের দোকার উদ্বোধনের আগে দোয়া মাহফিল করা হয়।