Joy Jugantor | online newspaper

মাইক্রোতে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

নাটোর প্রতিনিধি 

প্রকাশিত: ০৩:৩৫, ১৮ মে ২০২২

মাইক্রোতে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি।

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রামের নগর ইউনিয়নের কয়েন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা এলাকার ৩৫ বছর বয়সী মনিরুজ্জামান ও গহরপুর এলাকার ৪৩ বছরের আল-মাহবুব। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসেন বলেন, চুয়াডাঙ্গা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল একটি নোহা মাইক্রোবাস। কয়েন এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাবনাগামী বালুবোঝাই একটি ট্রাক। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রী নিহত হন। আহত হন আরো তিনজন।

এসআই ফিরোজ আরো বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোটি উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা হবে।

Add