Joy Jugantor | online newspaper

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা,নিহত ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০৩:২৪, ১৮ মে ২০২২

আপডেট: ০৩:২৫, ১৮ মে ২০২২

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা,নিহত ১

নিহত ট্রাক চালকের সহকারীর মরদেহ।

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছে। বুধবার (১৮ মে) সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহত চালকের সহকারীর ৩০ বছর বয়সী আলমগীর হোসেন। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চন্ডিপুর নয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও দাঁড়িয়ে থাকা ট্রাকে চালকের সহকারী হিসেবে কাজ করতেন। 

বিষয়গুলো নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বানী-উল-আলম। 

তিনি আরও জানান, এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক সুমন হোসেনকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঢাকা থেকে রড বোঝাই ট্রাক (ঢাকা-মেট্ট-ট-১৮-৭৯৫৯) দিনাজপুরে দিকে যাচ্ছিলো। শেরপুর উপজেলার মহিপুর এলাকায় আসলে ট্রাকটির পেছনের একটি চাকা নষ্ট হয়ে যায়। নষ্ট চাকা ঠিক করার জন্য রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে কাজ করছিলেন নিহত আলমগীর। এ সময়  ঠাকুরগাঁওগামী আরেকটি ট্রাক (ঢাকা-মেট্ট-ট-১৮-৭৭৫২) দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীর মারা যায়।  

ইন্সপেক্টর বানী-উল-আলম বলেন, নিহতের লাশ আমাদের হেফাজতে আছে। আইন মেনে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি এই বিষয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।