Joy Jugantor | online newspaper

নওগাঁয় বিনামূল্যে বেডোর চক্ষু ক্যাম্প 

নওগাঁ প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:২৬, ২০ জানুয়ারি ২০২২

নওগাঁয় বিনামূল্যে বেডোর চক্ষু ক্যাম্প 

নওগাঁয় বিনামূল্যে বেডোর চক্ষু ক্যাম্প করা হয়।

নওগাঁয় পিকেএসএফ’র সহায়তায় বেডোর সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে এই চক্ষুক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পে চক্ষু পরিক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করেন আয়োজকরা। 

এসময় উপস্থিত ছিলেন বেডোর পরিচালক (মাইক্রোক্রেডিট) আতোয়ার হোসেন, পিকেএসফ SEIP-এর পোগ্রাম অফিসার বেলাল হোসেন, বেডোর মহাব্যবস্থাপক (কার্যক্রম) শেখ মোহাইমিনুল হক, বোয়ালিয়া  ইউনিয়নের চেয়ারম্যান মোছা: আফেলাতুন নেছাসহ সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তারা। 

এদিন বিকেল ৪টা পর্যন্ত ২০৫ জন চক্ষু রোগীকে চিকিৎসা প্রদান করেন নওগাঁ ইস্পাহানি ইসলামিয়া আই ইন্সটিটিউট এন্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার অপূর্ব বিশ্বাস রাখাল।