Joy Jugantor | online newspaper

বগুড়ায় একদিনে করোনায় শনাক্ত ১৩৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৭, ১৯ জানুয়ারি ২০২২

বগুড়ায় একদিনে করোনায় শনাক্ত ১৩৭

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বগুড়ায় ৩১৪টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ২১ শতাংশ। গত আট মাসের পরিসংখ্যানে এটিই সর্বোচ্চ করোনা শনাক্ত।   

তবে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত বা উপসর্গে কোনো মৃত্যু নেই।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এসব তথ্য জানানো হয়।

পরিসংখ্যান ডেস্ক জানায়, গত ২৪ ঘণ্টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮১ জনের করোনা শনাক্ত হয়। টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনাক্ত হয় ১৯।

এ ছাড়া এন্টিজেন টেস্টে ২৩ এবং জিন এক্সপার্ট টেস্টে ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১১২, শেরপুরে ৪, গাবতলীতে ২, শাজাহানপুরে ১০, ধুনটে ৩, সোনাতলায় ৩, সারিয়াকান্দিতে ১ ও  শিবগঞ্জে ২ জন রয়েছেন।

একই সময়ে জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ১০ জন।

বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৩৭, মোহাম্মদ আলী হাসপাতালে ২১ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন কোনো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু সংখ্যা ৭৯৬ জনেই অপরিবর্তিত রয়েছে। এরমধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৮৮ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা।তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।

প্রসঙ্গত, স্বাস্ব্য অধিদফতর বগুড়াসহ দেশের ১২টি জেলাকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে।