Joy Jugantor | online newspaper

শিক্ষার্থীদের বই-খাতা দিল রোপ

প্রকাশিত: ১৬:৫০, ১৭ জানুয়ারি ২০২২

আপডেট: ১৬:৫৪, ১৭ জানুয়ারি ২০২২

শিক্ষার্থীদের বই-খাতা দিল রোপ

শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে।

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের একটি স্কুলে সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা রেসকিউ আওয়ার পিপল এভার (রোপ)।

সম্প্রতি রোপ শিক্ষা নিকেতন নামের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দেওয়া হয়। এ সময় রোপের নির্বাহী কমিটির সদস্য তাহমিনা পারভীন শ্যামলী, বিদ্যালয়ের শিক্ষিক নুরুন্নাহার, দৈনিক জয়যুগান্তরের শাজাহানপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানসহ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। 

ওই দিন স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকে বই, খাতা ও পেন্সিল দেওয়া হয়। একই সাথে শিক্ষার্থীদের করোনা সম্পর্কে সচেতনতামূলক দিক নির্দেশনা দেওয়া হয়।