Joy Jugantor | online newspaper

পাবনায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:০৮, ১৭ জানুয়ারি ২০২২

পাবনায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি।

পাবনায় বাসের চাপায় লিটন আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত লিটন আলী পাবনার ফরিদপুর উপজেলার হাদল গোপালনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার মায়ের নাম আসমা খাতুন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সুজানগর উপজেলার দ্বারিয়াপুর নতুন ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।

পাবনার মাধপুর হাইওয়ে থানার এসআই ইসহাক আলী জানান, পিয়াস পরিবহন নামে একটি বাস পাবনা অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে চাপা দেয় ওই বাস। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করেন এবং বাসটি জব্দ করেন। তবে পুলিশ পৌঁছার আগেই বাসচালক পালিয়ে গেছেন।

পাবনার মাধপুর হাইওয়ে থানার এসআই ইসহাক আলী জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। 

Add