Joy Jugantor | online newspaper

ওমিক্রণ সংক্রমণ রোধে শাজাহানপুরে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২০, ১৭ জানুয়ারি ২০২২

আপডেট: ০৯:২৩, ১৭ জানুয়ারি ২০২২

ওমিক্রণ সংক্রমণ রোধে শাজাহানপুরে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়

বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ।

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ওমিক্রণের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে আলেম-ওলামাদের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন।

রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আশিক খান। 

ইসলামিক ফাউন্ডেশন শাজাহানপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার হামিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলনা মোস্তাকিম হোসাইন, কলামিষ্ট মোজবাউল আলম প্রমুখ। 

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের শতাধিক ইমাম অংংশ নেন।