Joy Jugantor | online newspaper

আটকের ৫ ঘণ্টা পর হিলির ২ কিশোরকে ছেড়ে দিল বিএসএফ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪০, ১৬ জানুয়ারি ২০২২

আটকের ৫ ঘণ্টা পর হিলির ২ কিশোরকে ছেড়ে দিল বিএসএফ

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ

দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্ত থেকে আটকের পাঁচ ঘণ্টা পর দুই বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

হিলি শূন্য রেখার ২৮৫ মেইন পিলারের ১০ সাব পিলার এলাকায় রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ।

এ তথ্য নিশ্চিত করেছেন হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার আলম মিয়া।

মুক্তি পাওয়া দুই কিশোর হলো জেলার হাকিমপুর উপজেলার মনসাপুর গ্রামের আরাফাত হোসেন শান্ত ও রুহুল আমিন। তারা আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসাটির অবস্থান হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নে।

এই মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘দুপুর ১২টার দিকে করোনার টিকা দিতে শিক্ষার্থীদের নিয়ে হিলি স্থলবন্দর কেন্দ্রে যাই। টিকা নেয়ার পর ছাত্র-ছাত্রীদের নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু আরাফাত ও রুহুল হিলি সীমান্তের চেকপোস্ট গেটের দিকে বেড়াতে যায়। এক পর্যায়ে সীমান্ত এলাকা চিহ্নিত করতে না পেরে ভারত সীমান্তে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়।

‘ওই দুই স্কুলছাত্রকে ফেরত চেয়ে হিলি বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়। বিকেলে বিএসএফ তাদের ছেড়ে দেয়।’