
প্রধান আসামী আব্দুল হাকিম মান্নান।
বগুড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় তিনজনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
রোববার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নিদের্শ দেয়।
এর আগে গত ১৫ জানুয়ারি তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করা হয়। মামলাটির বাদী হন ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) আজীবন সদস্য মোছা. আয়শা বেগম। এই মামলার প্রধান আসামী আব্দুল হাকিম মান্নানসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
কারাগারে যাওয়া অন্য দুজন হলেন- আব্দুল হাকিম মান্নানের ভাই আব্দুল হালিম ও আলম। এ তিনজনই ঠেঙ্গামার এলাকার বাসিন্দা। তাদের বাবার নাম শাহজাহান আলী।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা ১১ টার দিকে বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরের শিকার হন টিএমএসএস নামে বেসরকারি সংস্থার ১০ থেকে ১২ জন সদস্য। এ ঘটনায় তাদের মধ্যে তিনজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লাঠিসোটা ও ইটপাটকেলের আঘাতে তারা আহন হন।
ঘটনার দিন প্রধান আসামী আব্দুল হাকিম মান্নান দলবল নিয়ে জায়গা দখল করতে যান। ওই সময় বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন টিএমএসএস প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। এমন অভিযোগ করেন টি্এমএসএস কতৃপক্ষ।