Joy Jugantor | online newspaper

বগুড়ায় ২৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৬, ১৩ জানুয়ারি ২০২২

বগুড়ায় ২৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

বৃহস্পতিবার শাজাহানপুরের নয়মাইল এলাকায় গাঁজাসহ দুই জন গ্রেপ্তার হয়েছে।

বগুড়ার শাজাহানপুরে প্রাইভেট কার থেকে ২৭ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উপজেলার নয়মাইল এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৩৬ বছর বয়সী মো. খলিলুর রহমান এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৩৮ বছর বয়সী মো. বকুল ইসলাম।
বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইহান ওলিউল্লাহ। 

বিজ্ঞপ্তিতে তিনি জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে নয়মাইল এলাকায় তল্লাশিখানা (চেকপোস্ট) বসানো হয়। এ সময় গ্রেপ্তার দুই ব্যক্তি একটি প্রাইভেট কার নিয়ে সেখানে উপস্থিত হয়। জিজ্ঞাসাবাদে গোয়েন্দা পুলিশের সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়। এতে গাড়ির ব্যাকডালার ভিতরে দুইটি ব্যাগে রাখা গাঁজা জব্দ করেন ডিবির সদস্যরা। 

পরে হিসাব করে ২৭ কেজি গাঁজা পাওয়া যায়।

ডিবির ওসি আরো জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে চালান করা হয়েছে।