Joy Jugantor | online newspaper

বগুড়া বারে এটর্নী জেনারেল প্রদত্ত মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১১, ১ ডিসেম্বর ২০২১

বগুড়া বারে এটর্নী জেনারেল প্রদত্ত মাস্ক বিতরণ

বগুড়া জজ আদালতের গওহর আলী ভবন।

বগুড়ায় জেলা আইনজীবী বারের নবনির্বাচিত সভাপতি আব্দুল মতিন মাস্ক বিতরণ করেছেন। বুধবার দুপুরে গওহর আলী ভবনে এটর্নী জেনারেল প্রদত্ত এসব বিতরণ করা হয়।

মাস্ক বিতরণকালে নবনির্বাচিত সভাপতি বলেন, এটর্নী জেনারেলের এ উপহার সময় উপযোগী উপহার। এ উপহারটি আমাদের সুস্থ থাকার উপহার। আমরা সকলেই নিজেরা মাস্ক ব্যবহার করবো এবং অন্যদেরও উৎসাহিত করবো। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল সাবেক সদস্য এ্যাড. রেজাউল করিম মন্টু, এ্যাড. মকবুল হোসেন মুকুল, নারী শিশু পিপি এ্যাড. নরেশ মুখার্জ্জী, এ্যাড. জাকির হোসেন নবাব, অতিরিক্ত পিপি এ্যাড. নুরুস সালাম সাগর, এ্যাড. শফিকুল ইসলাম নাফরু, এ্যাড. আনোয়ার হোসেন পায়েল, মোস্তফা কামাল প্রিন্স, এটর্নী জেনারেলের প্রতিনিধি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন প্রমুখ।