
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ৪ মূর্তি কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেলে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মাঝগ্রাম গ্রামের মৃত লাল রবিদাসের ছেলে মন্টু রবিদাসের বাড়িতে র্যাব-১২ এর সদস্যরা অভিযান চালিয়ে ৩৬ কেজি ও ১৩ কেজি ওজনের ২টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে।
এ সময় মূর্তি কারবারি মন্টু রবিদাস (৫৫) এবং তার ছেলে দিলীপ কুমার রবিদাস (৩২), ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই গ্রামের মৃত আকবর আলীর ছেলে আব্দুল মাসুদ (৪০) ও কল্যাণনগর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলামকে (৫৮) গ্রেফতার করে।
পরে র্যাবের পক্ষ থেকে এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ তথ্য নিশ্চিত করেন নন্দীগ্রাম থানার ওসি মো. আবুল কালাম আজাদ।