Joy Jugantor | online newspaper

বগুড়ায় নৌকায় উঠে গতবারের চেয়ারম্যান পেলেন ১২২ ভোট

আব্দুল আউয়াল 

প্রকাশিত: ১৯:৩৯, ২৯ নভেম্বর ২০২১

আপডেট: ১৯:৫৮, ২৯ নভেম্বর ২০২১

বগুড়ায় নৌকায় উঠে গতবারের চেয়ারম্যান পেলেন ১২২ ভোট

আলীম উদ্দিন-ফাইল ছবি

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার সদর উপজেলার নুনগোলায় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলীম উদ্দিন নৌকা প্রতীকে ১২২ ভোট পেয়েছেন। তিনি ভোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগও পাননি। ফলে ওই ইউনিয়নের গতবারের চেয়ারম্যান আলীম এবার তার জামানত হারাচ্ছেন।

নুনগোলা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী বদরুল আলম। বদরুল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ছিলেন। নৌকার বিরুদ্ধে ভোট করায় তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গতকাল রোববার অনুষ্ঠিত নির্বাচনে বগুড়ার সদর উপজেলার নুনগোলা ইউপিতে বৈধ ভোট পড়ে ১৩ হাজার ৭০৩টি। হিসেব অনুযায়ী এই ইউনিয়নে একজন প্রার্থীর জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১ হাজার ৭১৩ টি। কিন্তু নৌকা প্রতীকে আলীম উদ্দিন পেয়েছেন ১২২ ভোট। এতে তার জামানত বাজেয়াপ্ত করা হবে।

নৌকা প্রতীকের প্রার্থী আলীম উদ্দিন জানান, ‘আমাকে আমার দলীয় নেতা-কর্মীরা অসহোযোগিতা করছেন। আমার দুই ভাই বিদ্রোহী প্রার্থীর সমর্থকের হামলায় আহত হয়ে হাসপাতালে। আমি এজন্য নির্বাচন থেকে সরে এসেছি। কেন্দ্রে এজেন্টও দেইনি। আমি নিজেও ভোট দিতে যায় নি। তাই আমার ভোটারা কেউও ভোট দিতে যায়নি। এজন্য এমন হয়েছে।' 

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম জাকির হোসেন জানান, নিয়ম অনুযায়ী প্রার্থীকে মোট প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে হবে। তা না পেলে তার জামানতের দেওয়া ৫ হাজার টাকা বাজেয়াপ্ত হয়ে সরকারি কোষাগারে যাবে।

প্রসঙ্গত, নির্বাচনের প্রচারণার শুরুর পর থেকেই নুনগোলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলীম ও বিদ্রোহী প্রার্থী বদরুলের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এবং একাধিক কর্মী-সমর্থককে ছুরিকাঘাতের ঘটনাও ঘটে।