Joy Jugantor | online newspaper

৯৯৯ নম্বরে ফোন, মুহূর্তেই উদ্ধার হলো মেছো বিড়ালের বাচ্চা

নাটোর প্রতিনিধি 

প্রকাশিত: ২১:০৬, ২৬ নভেম্বর ২০২১

৯৯৯ নম্বরে ফোন, মুহূর্তেই উদ্ধার হলো মেছো বিড়ালের বাচ্চা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তিনটি মেছো বিড়ালের বাচ্চা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বিপ্রবেলঘরিয়া চৌধুরি পাড়ার তৈয়ব আলীর বাড়ি থেকে মেছো বিড়ালের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। 

জানা যায়, শুক্রবার উপজেলার বিপ্রবেলঘরিয়া চৌধুরী পাড়ার একটি জঙ্গলে মেছো বিড়ালের বাচ্চাগুলো দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে বিষয়টি জানায়। বিবিসিএফ এর সদস্য সংগঠন সবুজ বাংলা টিমের সদস্য ও পুলিশ তৈয়ব আলীর বাড়ি থেকে বাচ্চাগুলো উদ্ধার করে। শুক্রবার বিকেলে নলডাঙ্গা থানায় রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যদের কাছে মেছো বিড়ালের বাচ্চাগুলো হস্তান্তর করা হয়।

বিবিসিএফ এর দফতর সম্পাদক ফজলে রাব্বী বলেন, বন্যপ্রাণি সংরক্ষণে দেশব্যাপী কাজ করছে বিবিসিএফ ।

মেছো বিড়ালের বাচ্চাগুলো উদ্ধার ও হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম, এসআই আক্কাস আলী, এএসআই জসিম উদ্দিন, রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের এফ জি লালন, সাহিনুর ইসলাম নয়ন, রবিউল ইসলাম, হুমায়ন রশিদ প্রমুখ।