Joy Jugantor | online newspaper

দিনাজপুরে যুবদলের দুই নেতা গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি 

প্রকাশিত: ২০:২৬, ২৫ নভেম্বর ২০২১

দিনাজপুরে যুবদলের দুই নেতা গ্রেফতার

প্রতীকী ছবি।

নাশকতা মামলায় দিনাজপুরে যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল ও কোতোয়ালি যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন, গ্রেফতার হওয়া যুবদলের দুই নেতা আগে থেকেই নাশকতা মামলার আসামি। নাশকতা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে বিএনপির কর্মসূচিতে পুলিশ কোনো বাধা দেয়নি। গ্রেফতারদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।