Joy Jugantor | online newspaper

খালেদার মুক্তির দাবিতে বগুড়ায় যুবদলের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ২৪ নভেম্বর ২০২১

খালেদার মুক্তির দাবিতে বগুড়ায় যুবদলের মশাল মিছিল

যুবদলের মশাল মিছিল

বগুড়ায় খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে যুবদলের সাবেক নেতাকর্মীরা মশাল হাতে ঝটিকা মিছিল করেছে৷ মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৮ টার দিকে শহরের বড়গোলা থেকে মশাল মিছিল বের হয়ে দত্তবাড়ি যেয়ে শেষ হয়। 

জানা যায়, সন্ধ্যার পর শহরের বড়গোলা মোড়ে যুবদলের জেলা ও শহর শাখার ৫০-৬০ জন নেতা কর্মী জড়ো হয়ে নিয়ে মিছিল শুরু করেন। এসময় নেতাকর্মীরা ব্যানার নিয়ে দলীয় স্লোগান দিতে দিয়ে দত্তবাড়ির দিকে যায়। পরে সেখানে মশাল গুলো ফেলে দিয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। 

মিছিলের নেতৃত্ব দেওয়া জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক জানান, আমাদের নেত্রীর মুক্তির দাবিতে আমরা এই মশাল মিছিল করেছি। দাবি না মানা হলে আগামীতে আমরা রাজপথে থাকবো। 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, মিছিলের কথা শুনেছি। তবে সেখানে যেয়ে কাউকে পাওয়া যায়নি।