Joy Jugantor | online newspaper

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৬, ২০ অক্টোবর ২০২১

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

সংগৃহীত ছবি

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ রয়েছে।

বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।
 
তিনি বলেন, বুধবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় সকাল থেকে এই বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। ছুটি শেষে বৃহস্পতিবার আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এদিকে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রমও বন্ধ আছে।