Joy Jugantor | online newspaper

তিস্তার পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপরে

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ০৭:১৭, ২০ অক্টোবর ২০২১

তিস্তার পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপরে

সংগৃহীত ছবি

ভারতের বন্যার প্রভাবে নীলফামারীতে বেড়েছে তিস্তার পানি। বর্তমানে নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, মঙ্গলবার রাত থেকে আকস্মিক বাড়তে থাকে তিস্তার পানি। যা সকাল ছয়টা থেকে বিপদসীমার ৫০ সেন্টিমিটার ও সকাল নয়টা থেকে বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে দিয়েছে পাউবো কর্তৃপক্ষ। ব্যারেজ রক্ষার্থে যে কোন সময় খুলে দেয়া হতে পারে ব্যারেজ সংলগ্ন ফ্লাড বাইপাস।

এদিকে আকষ্মিক পানি বৃদ্ধির ফলে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার আটটি ইউনিয়নের কয়েকটি চরগ্রাম প্লাবিত হয়েছে।

এদিকে আকিস্মিক বন্যার কারণে নদীর র্তীরবর্তী অঞ্চলের মানুষজনকে  নিরাপদে স্থান নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। তবে সন্ধা নাগাদ নদীর পানি কমতে পারে বলে আশা প্রকাশ করছেন পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভশনের নির্বাহী প্রকৌশলী আশফা-উদ-দৌলা।