Joy Jugantor | online newspaper

বগুড়ায় অজ্ঞাতের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৪, ১২ অক্টোবর ২০২১

বগুড়ায় অজ্ঞাতের লাশ উদ্ধার

ছবি : সংগৃহীত

বগুড়ায় ৫০ বছর বয়সী অজ্ঞাত এক (পুরুষ)  লাশ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার (১২ অক্টোবর) ভোরে সিএনজিতে করে এক ব্যক্তি ওই অজ্ঞাতকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)হাসপাতাল এ নিয়ে আসেন৷ 
তবে সিএনজি ভাড়া পরিশোধ এর কথা বলে তিনি হাসপাতাল থেকে চলে যান। যাওয়ার আগে ব্যক্তিটি শজিমেক এর স্টাফদের জানিয়েছিলেন, অজ্ঞাত ওই (পুরুষ) দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিলেন। শজিমেক এর কর্তব্যরত চিকিৎসকরা অজ্ঞাতের পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় পুলিশ এখনও মৃত ওই অজ্ঞাতের পরিচয় বা তাকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি৷ 

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, আমরা লাশটি শজিমেক হাসপাতাল মর্গে রেখেছি৷ সেখানে ময়নাতদন্ত শেষে লাশ হিমাগারে রাখা হবে। 
তিনি আরও জানান, প্রাথমিক ভাবে মৃতের শরীরে থাকা আঘাত দেখে ধারণা করা যাচ্ছে দুর্ঘটনাতে তার মৃত্যু হয়েছে। তবে কোথায় ও কিভাবে তা জানার জন্য তাকে নিয়ে আসা ব্যক্তির খোঁজ করছি আমরা।