Joy Jugantor | online newspaper

বগুড়ায় শিশু দিবসের আলোচনায় শিশুরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪, ১১ অক্টোবর ২০২১

বগুড়ায় শিশু দিবসের আলোচনায় শিশুরা

বগুড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন করেছে শিশু নাট্যদল ও শিশু-কিশোর সাহিত্য সংগঠন কুঁড়ি।

এ উপলক্ষে রোববার বিকেলে বগুড়া শহরের একটি স্থানীয় রেষ্টুরেন্টের কনফারেন্স হলে আলোচনা সভা করা হয়। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইনজীবী ও কলামিস্ট মো. মনতেজার রহমান মন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন বগুড়া শিশু নাট্যদলের শিশুশিল্পী পূর্ণতা বর্মন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থা বগুড়ার সভাপতি কণ্ঠশিল্পী সজল মাহমুদ, মাসিক কুঁড়ির উপদেষ্টা সম্পাদক হাসনা খাতুন ও ইউটিউব চ্যানেল কুঁড়ি টিভির উপদেষ্টা জি.এম. সাকলায়েন বিটুল। 

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বগুড়া শিশু নাট্যদলের শিশুরা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশ করে। এবং অন্যান্য অংশগ্রহণকারী শিশুরা স্বরচিত কবিতাপাঠ করে। এতে বগুড়ার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮জন শিক্ষার্থী অংশ নেয়।