Joy Jugantor | online newspaper

সারিয়াকান্দির চরাঞ্চলে গাইঞ্জা ধান চাষের ধুম

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৪, ২০ সেপ্টেম্বর ২০২১

সারিয়াকান্দির চরাঞ্চলে গাইঞ্জা ধান চাষের ধুম

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলে গাইঞ্জা ধান চাষের ধুম পড়েছে। ভোর থেকে শুরু করে সন্ধা পর্যন্ত ধানের চারা রোপনে ব্যস্ত সময় পাড় করছেন চরের চাষিরা। তারা ২ হাজার ৭০০ হেক্টর জমিতে রোপন সম্পন্ন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সারিয়াকান্দির চালুয়াবাড়ী, হাটশেরপুর, কাজলা, কর্ণিবাড়ী ও বোহাইল ইউনিয়নের চাষীরা ব্যাপক হারে রোপন শুরু করে দিয়েছেন স্থানীয় জাতের গাইঞ্জা ধানের আবাদ। কয়েকদিন আগেই যমুনা নদীতে বন্যার পানি নেমে যাওয়ায় উর্বর পলি ও নরম কাদা যুক্ত মাটিতে কোন রকমের হাল চাষ ছাড়াই চাষিরা গাইঞ্জা ধানের চারা রোপন করছেন। অনেক কৃষকই জমিতে গাইঞ্জা ধান চারা রোপন কাজ শেষ করেছেন। উপজেলার চরাঞ্চলে এবার ৩ হাজার হেক্টর জমিতে লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে। 

উপজেলা কৃষি অধিদপ্তররের কর্মকর্তারা জানান, এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন হাজার হেক্টর জমি। চাষিরা বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে উঁচু, নিচু, ঢালু চরে চারা গাছ রোপন শুরু করেছিলেন। এরই মধ্যে প্রায় ২ হাজার ৭০০ হেক্টর জমিতে রোপন কাজ সম্পন্ন করেছেন। 

সদর ইউনিয়নের চর চাটিয়া গ্রামের চাষী রফিকুল ইসলাম বলেন, ‘আমি এবার দেড় বিঘা জমিতে গাইঞ্জা ধানের চাষ করেছি। চারা গাছের দাম তুলনামূলক এবার বেশি। এক বিঘা জমিতে প্রায় তিন হাজার টাকার চারা গাছ লেগেছে।’ 

উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল হালিম বলেন, গত বছর এ ধানের আবাদ করার ক্ষেত্রে আমরা চারা গাছ বিনামূল্যে দিয়েছিলাম। তবে এবার তা নেই। কৃষকদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে ধান উৎপাদন বৃদ্ধি করার জন্য আমরা কাজ করছি।’