Joy Jugantor | online newspaper

ধুনটে সাবেক স্ত্রীর মামলায় স্বামীর সাজা, গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪০, ২০ সেপ্টেম্বর ২০২১

ধুনটে সাবেক স্ত্রীর মামলায় স্বামীর সাজা, গ্রেফতার

গ্রেফতার হওয়া ফারুক হোসেন।

বগুড়ার ধুনট উপজেলায় স্ত্রীর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফারুক হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। ফারুক উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের বাসিন্দা। 

সোমবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক হোসেনের স্ত্রী সম্পর্কে চাচাতো বোন ছিল। বিয়ের পর সাংসারিক বিষয়াদি নিয়ে তাদের মাঝে মনোমালিন্য সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের ছাড়াছাড়ি হয়। এ কারণে তার স্ত্রী ক্ষুব্ধ হয়ে ২০১২ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন।

ওই মামলায় আদালত ফারুক হোসেনকে ৬ মাসের সাজা দেন। মামলার রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। একারণে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সাজাপ্রাপ্ত ফারুক হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।