Joy Jugantor | online newspaper

বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে কবিতাসন্ধ্যা ও আলোচনা

নিজম্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১২, ১৭ সেপ্টেম্বর ২০২১

বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে কবিতাসন্ধ্যা ও আলোচনা

বৃহস্পতিবার বগুড়া লেখক চক্রের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবিতাসন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবিতাসন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে শহরের ম্যাক্স মোটেলে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার কবি সুদীপ কুমার চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।

সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক বজলুল করিম বাহারের সভাপতিত্ত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজের ভাইস প্রিন্সিপাল কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের, রাজশাহী বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, কথাসাহিত্যিক সাজাহান সাকিদার, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাডভোকেট পলাশ খন্দকার।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, ছড়াকার রতন খান, কবি সাংবাদিক জি এম সজল, কথাসাহিত্যিক হোসনে আরা মণি।

কবিতাসন্ধ্যায় স্বরচিত কবিতা পাঠ করেন-খন্দকার বজলুর রহিম, মীর আব্দুর রাজ্জাক,আজিজার রহমান তাজ, মামুন রশীদ, আমির খসরু সেলিম, শ্যামল পাল, হাদিউল হৃদয়, এস এম আনিছুর রহমান, আবু রায়হান, রনি বর্মন, হিরুণ্য হারুন, সাফওয়ান আমিন, শৈবাল নূর, ডালিম রায়, ইউসুফ আলী, অরণ্য রাসেল, রাহাতুল আলম, বাণী রাণী পাল, নাজমা আকতার, প্রতত সিদ্দিক, হাসি, শুভ্রা সাহা, আরফিন আকতার প্রমুখ।

কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী অলক পাল এবং শাহানূর শাহীন। প্রধান অতিথি কবি সুদীপ কুমার চক্রবর্ত্তী নিজের কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন। প্রত্যেক কবিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথিকে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেয়া হয়। কবিতাসন্ধ্যা এবং আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপ্তি ঘোষনা করা হয়।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী অলক পাল এবং বাচিক শিল্পী শাহানূর শাহীন।