Joy Jugantor | online newspaper

‘মানবিক মুল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে প্রি-প্রাইমারি শিক্ষা দরকার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫২, ১৭ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৯:৫৩, ১৭ সেপ্টেম্বর ২০২১

‘মানবিক মুল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে প্রি-প্রাইমারি শিক্ষা দরকার’

শুক্রবার বগুড়ায় সবুজস্বপ্ন শিক্ষালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিমল চন্দ্র দাস।

বগুড়া পৌরসভার প্যানেল মেয়র ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাস বলেছেন, মানবিক মুল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে প্রি-প্রাইমারি শিক্ষা দরকার। শিক্ষা ছাড়া কোন জাতিই উন্নতি লাভ করতে পারে না।

ফলে সবুজ স্বপ্ন ফাউন্ডেশন বগুড়া সদরের পৌরসভা এলাকার ২১টি ওয়ার্ডে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ, চায়ের স্টলে চা বিক্রেতা, শিশু শ্রমিকদের চিহ্নিত পূর্বক নিজস্ব অর্থায়নে শিক্ষা সহায়ক উপকরণ, শিক্ষকদের বেতনভাতাদি প্রদানসহ নানা সুযোগ-সুবিধা প্রদানের মধ্যদিয়ে সুস্থ্য সমাজ গঠন, মানবিক মুল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করা সম্ভব।

শুক্রবার বিকেলে বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চেলোপাড়া এলাকায় অবৈতনিক সবুজ স্বপ্ন শিক্ষালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সবুজ স্বপ্ন ফাউন্ডেশন ও ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান খায়রুল আলম লাখিন বলেন, সবার জন্য শিক্ষা বর্তমান সরকারের দিক্ষা। একটি উন্নত ও আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবার মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে।

এ সরকার সাধ্য ও সাধনার মধ্যদিয়ে নিরক্ষরতা দূরীকরণের পাশাপাশি তৃনমূল পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে। দিনবদলের পালায় আমরা এগোচ্ছি সামনের দিকে। পরিকল্পিত বাংলাদেশের অর্থনৈতিক সম্ভবনাকে কাজে লাগাতে হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকতে পারে না। এ দায়িত্ব আপনার আমার সমাজের বিত্তবানদের সবার। তাই সরকারের পাশাপাশি আমাদেরও শ্লোগানে মুখরিত হওয়া উচিত নিরক্ষর মুক্ত দেশ গড়ি স্বাধীন জাতি হিসেবে গর্ব করি।

উত্তর চেলোপাড়া দাখিল মাদ্রাসার উপদেষ্টা সুজাবত আলী আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারুক সাখিনা শিখা, জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এডোনিস বাবু তালুকদার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা জহুরুল ইসলাম, মিঠু সরকার, বেলাল হোসেন নান্নু, আব্দুস সামাদ, লাল্টু তালুকদার, মোজাম্মেল হক, নুরে আলম সিদ্দিকী, রেজিনা খাতুন নেহা, ইয়াসফা খাতুন প্রমুখ।