Joy Jugantor | online newspaper

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাস জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬, ৩ আগস্ট ২০২১

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাস জমি উদ্ধার

অভিযান পরিচালনা করছেন এসি ল্যান্ড সাবরিনা শারমিন।

বগুড়ার শেরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাস (সরকারি) জমি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপি এ অভিযান পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) সাবরিনা শারমিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মির্জাপুর হাটে ১০ শতক খাস জমি দখল করে ১২টি অবৈধ স্থাপনা  (দোকান) নির্মাণ করা হয়েছিল। সেখানে অভিযান চালিয়ে স্থাপনাগুলো উচ্ছেদ ও খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জমির মূল্য প্রায় ৩০ লাখ টাকা। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভূমি অফিসের স্টাফরা সার্বিক সহযোগিতা করেন।

এসি ল্যান্ড সাবরিনা বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করা হয়েছে। সরকারি  স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।