Joy Jugantor | online newspaper

গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতিকে সংবর্ধনা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৫০, ৩ আগস্ট ২০২১

গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতিকে সংবর্ধনা

বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে জেএসসি এবং এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদেরকে আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সংযুক্ত করা হয়েছে।

এ উপলেক্ষ  সোমবার দুপুরে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি আলী ইমাম ইনোকীকে আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে  শুভেচ্ছা জানানো হয়েছে। আলী ইমাম ইনোকী উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও আসন্ন গোহাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন কমরউদ্দিন ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ এ.কিউ.এম আব্দুস সোবহান, আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আব্দুল্লাহ্ আল মোনাইম, বিদ্যালয়ের দাতা সদস্য সহকারি অধ্যাপক (অবসরপ্রাপ্ত) আওরঙ্গজেব, গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল, সাংবাদিক সাজেদুর রহমান সবুজসহ আরো অনেকে।