Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় ফ্রি অক্সিজেন সেবা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১০:২২, ৩ আগস্ট ২০২১

দুপচাঁচিয়ায় ফ্রি অক্সিজেন সেবা

ফাইল ছবি।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মানবতার সেবায় করোনা আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন ও প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছে স্পন্দন স্বেচ্ছায় রক্তদান সংগঠন। হট লাইনে ফোন করলে বিনামূল্যে পৌঁছে যাবে  অক্সিজেন সিলিন্ডার ও  প্রাথমিক চিকিৎসা সেবা। দিন দিন করোনা রোগী বৃদ্ধি পাওয়ায়  অক্সিজেনের চাহিদাও বাড়ছে। অক্সিজেনের অভাবে কেউ যেন মারা না যান, সেজন্য এ  উদ্যোগ নিয়েছে এই সংগঠন।

স্বেচ্ছাসেবক আব্দুল মোমিন বলেন, উপজেলায় করোনা আক্রান্ত কোন রোগী  অক্সিজেন সংকটে যেন না পড়েন, সেজন্য আমরা কাজ করছি। আমাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৫ জনের একটি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। 

স্পন্দন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের পরিচালক হাবিবুর রহমান সুজন বলেন, করোনা আক্রান্ত রোগীদের জন্য  অক্সিজেন ও প্রাথমিক চিকিৎসা সেবার  প্রয়োজনীয় উপকরণের জন্য  সকলের  সাহায্য ও সহযোগিতা কামনা করা করছি। 

তিনি বলেন, আমাদের  হট লাইনে যে কোন সময় ফোন করলেই বাড়িতে পৌঁছে  দেওয়া হবে ফ্রি অক্সিজেন ও প্রাথমিক চিকিৎসা সেবা। 

প্রসঙ্গত, হট লাইন নম্বর ও নাম- হাবিবুর রহমান সুজন ০১৫২১-৪৯০১৪২,আব্দুল মোমেন ০১৭১৭-৬৩২১৫০,বায়োজিত ০১৭৬০-৮০০৬৯৬, সেলিম প্রামাণিক ০১৭২৮-৯৪৬৭১৮।