Joy Jugantor | online newspaper

বদলগাছীর এসিল্যান্ডকে সম্মাননা স্মারক প্রদান

বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি 

প্রকাশিত: ২০:২০, ১ আগস্ট ২০২১

বদলগাছীর এসিল্যান্ডকে সম্মাননা স্মারক প্রদান

মুজিববর্ষ উপলক্ষে নওগাঁর বদলগাছীর এসিল্যানড (সহকারী কমিশনার-ভূমি) সুমন জিহাদীকে সম্মাননা স্মারক প্রদান করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। 

বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম দেওয়ান বাবলুর সার্বিক সহযোগিতায় রোববার বেলা ১১ টার দিকে উপজেলা ভূমি অফিসে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জান্নাতী দুলাল সাঁই, বীর মুক্তিযোদ্ধা বেলালুর রহমান প্রমুখ। 

প্রসঙ্গত, প্রতি বছর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম দেওয়ান বাবলুর সার্বিক সহযোগিতায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নিজ কর্মক্ষেত্রে সর্বোচ্চ সেবাদানকারী কর্মকর্তাদের এ সম্মাননা স্মারক প্রদান করে থাকে।