Joy Jugantor | online newspaper

ধুনটে প্রধানমন্ত্রীর উপহার পরিদর্শনে জেলা প্রশাসক

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০১, ১০ জুন ২০২১

ধুনটে প্রধানমন্ত্রীর উপহার পরিদর্শনে জেলা প্রশাসক

নবনির্মিত ১২০টি ঘর পরিদর্শন করছেন জেলা প্রশাসক জিয়াউল হক। 

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নবনির্মিত ১২০টি ঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জিয়াউল হক। 

বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘর পরিদর্শন করেন। এসময় তিনি সেখানে অবস্থানরত পরিবারগুলোর সদস্যদের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত,  ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, হারেজ উদ্দিন আকন্দ, পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান, মুঞ্জিল হোসেন, আপাল শেখ, রফিকুল ইসলাম ও ফরহাদ হোসেন।

উল্লেখ্য, উপজেলার ১০টি ইউনিয়নের গৃহহীনদের জন্য ১২০টি ঘরের নির্মাণকাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের ঘর গুলো প্রদান করবেন।