Joy Jugantor | online newspaper

লাশের গলায় ঝুলছিল হেডফোন

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৪, ৯ জুন ২০২১

লাশের গলায় ঝুলছিল হেডফোন

প্রতীকী ছবি।

দিনাজপুরের মাতা সাগরের উত্তর-পশ্চিম পাড় থেকে গলায় হেডফোন ঝোলানো অবস্থায় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত মোহন মণ্ডল দিনাজপুর পৌর এলাকার গুঞ্জাবাড়ী মাস্টারপাড়ার রতন মণ্ডলের ছেলে। তার মুখের ডানদিক ক্ষত-বিক্ষত ছিল।

মোহনের বড় ভাই মিলন মণ্ডল বলেন, মঙ্গলবার বিকেলে আমার ভাইয়ের সঙ্গে শেষ দেখা হয়। সে ঘরের দেয়ালে সাঁটানো পোস্টার ও সিলিং ফ্যানের ছবি তুলে আমার কাছ থেকে ৫০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর কোনো খোঁজ পাইনি।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা করেছে।