Joy Jugantor | online newspaper

বগুড়ায় সমাজ কল্যাণ পরিষদের নগদ অর্থ বিতরন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৯, ১৩ মে ২০২১

বগুড়ায় সমাজ কল্যাণ পরিষদের নগদ অর্থ বিতরন

বৃহস্পতিবার বগুড়ায় অসহায় ও দুস্থদের নগদ অর্থ বিতরণ করা হয়।

বগুড়ায় অসহায় ও দুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধীদের মাঝে ও ব্যবসায়িক আর্থিক সচ্ছলতা আনয়ন করতে নগদ অর্থ বিতরন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ১৪ নম্বর ওয়ার্ডের মালগ্রাম এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মালগ্রাম সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ৭ জনকে এই অর্থ দেয়া হয়। 

এর মধ্যে ২জনকে চিকিৎসা সহায়তা, ১জন অন্ধ এবং বাকি ৪ জনকে ব্যবসায়িক খাতে উন্নতির জন্য নগদ অর্থ দেয়া হয়। 

সংগঠনের সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর এম আর ইসলাম রফিক। সাধারন সম্পাদক শাকিল আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজার রহমান মঞ্জু, আব্দুর রাজ্জাক মতি, মোফ্খাারুল ইসলাম লেবু, হামিদুল হক নয়ন, সুজন সাংবাদিক আবু সাঈদ হেলাল, হারুনুর রশিদ প্রমুখ।