Joy Jugantor | online newspaper

বগুড়ায় মৃত্যু আরও ১, শনাক্ত ১২

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৫:৩৮, ১৩ মে ২০২১

আপডেট: ১৫:৪২, ১৩ মে ২০২১

বগুড়ায় মৃত্যু আরও ১, শনাক্ত ১২

প্রতীকী ছবি।

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৬৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তিনি কাহালু উপজেলার বাসিন্দা ছিলেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৩৪ জনে। 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৪ জন। এ নিয়ে জেলায় করোনা থেকে মোট সুস্থ হলেন ১১ হাজার ২৫০ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৭৮ জন। নতুন একজনের মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৩০৬ জনে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহীন।

ডা. তুহীন বলেন, গত ২৪ ঘণ্টায় ১২২টি নমুনা পরিক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত সবাই সদর উপজেলার বাসিন্দা।