Joy Jugantor | online newspaper

শাজাহানপুরে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৫, ২ মে ২০২১

শাজাহানপুরে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টি

শাজাহানপুরে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে।

বগুড়ার শাজাহানপুর উপজেলা হঠাৎ ঝড় ও শিলা বৃষ্টি হয়েছে।

রোববার বিকেল ৩ টা থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়ো  বাতাস বইতে শুরু করে, এরপরই শুরু হয় শিলা বৃষ্টি। প্রায় ৩০ মিনিট ব্যাপি এ শিলাবৃষ্টিতে উপজেলার ঘর-বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 

উপজেলার বামুনিয়া গ্রামের ফজলুর রহমান নামের এক কৃষক দুই বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। আগামীকাল সোমবার ধান কেটে তিনি ঘরে তুলতেন। কিন্তু হঠাৎ ঝড়-শিলাবৃষ্টিতে তার জমির অর্ধেক ধার গাছ মাটিতে নুইয়ে পড়েছে।
উপজেলার সানোয়ার হোসেন, মিজানুর, সবুজ, বেলাল হোসেনসহ আরও অনেক বাসিন্দা বলেন, হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে তাদের ঘরের টিনের চালা ফুটো হয়ে গেছে। এতে তারা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম জানান, শিলাবৃষ্টি ফসলের ক্ষতির পরিমাণ জানতে উপ-সহকারি কৃষি কর্মকর্তারা কাজ শুরু  করেছেন।