Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৩, ১৩ এপ্রিল ২০২১

আপডেট: ২২:৪০, ১৩ এপ্রিল ২০২১

দুপচাঁচিয়ায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

ইয়াবাসহ গ্রেফতার বিদ্যুৎ।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ২১০ গ্রাম গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ জানায়, মঙ্গলবার ১০০ গ্রাম গাঁজাসহ উপজেলার মাটাই পূর্বপাড়ার রায়হান আলী (৩২) এবং জিয়ানগর বাজার এলাকা থেকে সোনারপাড়া গ্রামের রতন খন্দকারকে (৪৩) ১১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। 

পৃথক আরেকটি অভিযানে দুপচাঁচিয়া সাবরেজিষ্ট্রি অফিস এলাকা থেকে কাহালু থানার পিলকুঞ্জ গ্রামের জুলফিকার আলী ওরফে বিদ্যুৎ (৩২) ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন। 

থানার অফিসার ইনচার্জ হাসান আলী বলেন, গাঁজাসহ গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আর ইয়াবাসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলীর নির্দেশে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের একাধিক দল এসব অভিযান পরিচালনা করেন। অভিযানে ছিলেন এসআই খায়রুল ইসলাম, এসআই রাশেদুল ইসলাম, এসআই এরশাদ, এএসআই রতন কুমার রায়সহ সঙ্গীয় ফোর্স।