Joy Jugantor | online newspaper

শিবগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০১, ১১ এপ্রিল ২০২১

শিবগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া 

দোয়া মাহফিলে মোনাজাত করা হচ্ছে।

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দোয়া মাহফিল করা হয়েছে। 

রোববার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল করা হয়। উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে। এতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মীর শাহে আলম, উপজেলা বিএনপির আহবায়ক মাষ্টার আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির আহবায়ক একেএম ইদ্রিস আলী, বিএনপি নেতা এস এম তাজুল ইসলাম, বুলবুল ইসলাম, আব্দুল করিম, আব্দুর রাজ্জাক, মাষ্টার হারুনুর রশিদ, এম আবু তাহের, নজমূল মিঠু, কাদের হাজী, যুবদল নেতা আনোয়ারুল ইসলাম মুকুল, খালিদ হাসান আরমান, আবু শাহিন, মাহদী হাসান তমাল, স্বেচ্ছাসেবক দল নেতা এবিএম মাসুদ রানা মাছুম, রায়হানুল হক রনি, শাহিদুল ইসলাম সোহেল, বাপ্পি মণ্ডল, মেহেদী হাসান মেহেদী, বারিক মোল্লা, মৎস্যজীবী দল নেতা রফিকুল, কৃষক দল নেতা দলিলুর দুলু, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন, আলামিনসহ প্রমুখ।