Joy Jugantor | online newspaper

বগুড়ায় মৃত্যু আরও ১, নতুন শনাক্ত ৯১

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১২:০১, ৮ এপ্রিল ২০২১

আপডেট: ১৫:০৬, ৮ এপ্রিল ২০২১

বগুড়ায় মৃত্যু আরও ১, নতুন শনাক্ত ৯১

প্রতীকী ছবি।

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ৯১জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৯জন।

জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৭২৮জন। মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৮০জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫৮২জন। এখন পর্যন্ত করোনাভাইরাসে জেলায় মোট মৃত্যু হয়েছে ২৬৬জনের।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি বলেন, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৮৩জন, শেরপুর, শিবগঞ্জে ও ধুনটে ২জন করে শনাক্ত হয়েছেন, শাজাহানপুর ও কাহালু উপজেলায় ১জন করে শনাক্ত হয়েছেন।

শিবগঞ্জের ২জন, শেরপুরের ২জন, ধুনটের ২জন এবং বাকি দুইজন কাহালু ও শাজাহানপুরের বাসিন্দা। জেলায় আক্রান্তের হার ৩০ দশমিক ২৩শতাংশ

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৩০১টি নমুনা পরিক্ষা করা হয়। এরমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮৭টি নমুনায় ৮৬জনের পজেটিভ এসেছে। আর টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে  ১৪টি নমুনায় ৫জনের করোনা পজেটিভ এসেছে।