Joy Jugantor | online newspaper

বগুড়ায় আসক ফাউন্ডেশনের মাস্ক ও সাবান বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫০, ৭ এপ্রিল ২০২১

বগুড়ায় আসক ফাউন্ডেশনের মাস্ক ও সাবান বিতরণ

বগুড়ায় সাধারণ জনগন ও পথচারীদের মাঝে মাস্ক এবং সাবান বিতরণ করেছে আসক ফাউন্ডেশন। ছবি-জয়যুগান্তর

করোনা মোকাবেলায় বগুড়ায় সাধারণ জনগন ও পথচারীদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় স্পেশাল কমিটির নেতারা। 

বুধবার (৭ এপ্রিল) দুপুরের শহরতলী মাটিডালি এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মসূচি পালন করে।

এতে উপস্থিত ছিলেন (আসক) ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় স্পেশাল কমিটির সভাপতি ও বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোছা.স্বপ্না চৌধুরী, সংগঠনের উপদেষ্টা মোস্তফা, সহ-সভাপতি প্রফেসর মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকি, সাংগঠনিক সম্পাদক পাপ্পি, দপ্তর সম্পাদক সাহারা, আইন সম্পাদক লাকী আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা প্রমুখ।

এসময় এই এলাকার সাধারণ জনগন ও পথচারীদের মাঝে ৬০০ মাস্ক ও ২০০ সাবান বিতরণ করা হয়।

বিতরণকালে সংগঠনের সভাপতি স্বপ্না চৌধুরী বলেন, করোনা সংক্রমনরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। তাই আমরা সবাই ভালো থাকতে সরকারি নির্দেশনা মেনে চলবো। এই সময়ে সরকারের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সকল পেশাজীবী সংগঠনগুলোকে করোনারোধে কাজ করতে এগিয়ে আসতে হবে। তাই আসুন আমরা সবাই করোনার হাত থেকে রক্ষা পেতে সচেতন হই এবং সবসময় মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করি।