
অভিযান পরিচালনা করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন।
করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে বগুড়া জেলা প্রশাসেনর ভ্রাম্যমাণ আদালতে মামলা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি জেলার বিভিন্ন উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করায় জেলায় ৪৮ মামলায় ৫৪ হাজার ৯০০টাকা জরিমানা করা হয়েছে।
এসব অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।