Joy Jugantor | online newspaper

লালমনিরহাটে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৫, ৫ অক্টোবর ২০২৫

লালমনিরহাটে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

লালমনিরহাটে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

লালমনিরহাটে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে নিমাই কর্মকার (২৮) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) দিনগত রাতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার (৫অক্টোবর) দুপুরে তাকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়।  নিমাই কর্মকার গ্রামের মৃত ভেললো কর্মকারের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, কিছু দিন আগে নিমাই কর্মকারের স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যায়। যা নিয়ে শনিবার তাদের পরিবারে নিজেদের মধ্যে বিবাদ লাগে। এ ঘটনার জেরে নিমাই কর্মকার স্থানীয় বড়বাড়ি বাজারে গিয়ে কয়েকজনের সাথে বিতর্কে জড়ান এবং দুইজনকে অস্ত্র দিয়ে আঘাত করেন। মা সুশীলা কর্মকার (৫৮) ছেলেকে শান্ত করতে বাজার থেকে বাড়িতে ফিরে আনেন। এতে ক্ষিপ্ত হয়ে নিমাই কর্মকার অস্ত্র দিয়ে সুশীলা কর্মকারকে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলে নিমাই কর্মকারকে আটক করে। সুশীলা কর্মকারের মৃতদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বাদল কুমার বলেন, ‘বৃদ্ধা সুশীলা কর্মকারকে হত্যার অভিযোগে ছেলে নিমাই কর্মকারকে আটক করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হচ্ছে।’