সোনাতলায় ছাগল বাধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-শিশুসহ ৪ জন আহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের হিয়াতপুর গ্রামে ছাগল বাধাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) সকালে এ ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাসূত্রে জানা যায়, আহত আহসান হাবীব আপেল হিয়াতপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তার স্ত্রী আফরুজা বেগম জানান, কিছুদিন আগে তার স্বামী একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে জাকারিয়া ইসলাম জুয়েলের কাছ থেকে জমি ক্রয় করেন। শনিবার সকালে সেই জমিতে তারা ছাগল বেঁধে রাখলে জাকারিয়ার স্ত্রী আফরোজা খাতুন আপত্তি করেন। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি, পরে এক পর্যায়ে জাকারিয়া ইসলাম জুয়েল ও তার পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলায় আহসান হাবীব আপেল (৩৮), তার স্ত্রী আফরুজা বেগম (২৮), তাদের মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী হুমাইরা আক্তার (১৪) এবং বোন মীম আক্তার (৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে হুমাইরার মাথায় ও বোন মীমের হাতে গভীর জখমের চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।অন্যদিকে অভিযুক্ত জাকারিয়া ইসলাম জুয়েল জানান, “আমার স্ত্রীর সঙ্গেও ধস্তাধস্তির সময় আঘাত লেগেছে, বর্তমানে সে-ও চিকিৎসাধীন।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, উভয় পরিবারই দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধে জড়িত। ছোট একটি ছাগল বাঁধাকে কেন্দ্র করেই বড় ধরনের সংঘর্ষে রূপ নেয় ঘটনাটি।এদিকে এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত পরিবারের সদস্যরা। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।এলাকাবাসী দাবি করেছেন, ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে যেন আর কোনো সংঘর্ষ না ঘটে, এজন্য প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।
