সিরাজগঞ্জে ট্রেন থেকে পড়ে প্রাণ গেল কিশোরের
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাত পরিচয় কিশোরের (১৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঘাটিনা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় ট্রেনের ছাদে থাকা ওই কিশোর হঠাৎ নিচে পড়ে যায়। এতে সে গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে কিশোরটিকে উদ্ধার করে উল্লাপাড়া কাওয়াক মোড় এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথেই কিশোরটির মৃত্যু হয়। রেলওয়ে পুলিশের উল্লাপাড়া ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, নিহত কিশোরের পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর হবে। মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
