Joy Jugantor | online newspaper

শিবগঞ্জে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৯, ১৫ জুন ২০২৫

শিবগঞ্জে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে জমির উদ্দিন (৪৫) নামের এক চালক নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার হরিপুর চককানু বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জমির উদ্দিন ঝিনাইদহ জেলার জাড়গ্রামের মৃত ছাত্তার শিকদারের ছেলে। তিনি বালুবোঝাই একটি ট্রাকের চালক ছিলেন।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোকামতলা-জয়পুরহাট সড়কের হরিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা মুরগির ফিডবোঝাই একটি ট্রাকের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বালুবোঝাই ট্রাকের চালক জমির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।