Joy Jugantor | online newspaper

‘দেশে আওয়ামী লীগের দোসররা এখনও ঘাপটি মেরে আছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৫, ৩০ অক্টোবর ২০২৪

‘দেশে আওয়ামী লীগের দোসররা এখনও ঘাপটি মেরে আছে’

বুধবার বগুড়া শহর বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, দেশে আওয়ামী লীগের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। যে কোন সময় তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির করার পাঁয়তারা করছেন। কিন্তু এ দেশের মানুষ সেটি আর হতে দেবে না। তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্র-জনতাসহ বিএনপি মাঠে রয়েছে।

বুধবার বিকেলে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া শহর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ৫ আগস্টের পর জাতি ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসন থেকে মুক্তি পেলেও দেশে এখনও গণতন্ত্র ফিরে আসেনি। শেখ হাসিনার নির্দেশে যাদের হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের বিচার দেশের মাটিতেই হবে। আওয়ামী লীগ এ দেশের মানুষের আকাঙ্খিত নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এ দেশের সংবাদপত্র মিডিয়ার স্বাধীনতাকে তারা বন্ধ করে দিয়েছে। তারা ঘোষনা দিয়েছিলো আগামী ২০৪২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিন্তু দেশের ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে বিতারিত করেছে। এখন তারা পালিয়ে বেড়াচ্ছেন। এসম তিনি অতিদ্রুত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আনার কথা বলেন।

বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ¦ মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদিন চাঁন, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্দে খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, এ্যাডভোকেট আব্দুল বাছেদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাফিকুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ প্রমুখ।