Joy Jugantor | online newspaper

বগুড়া বারের নির্বাচনে ১৩ পদে ৪৮ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৮, ২৯ অক্টোবর ২০২৪

বগুড়া বারের নির্বাচনে ১৩ পদে ৪৮ প্রার্থী

ছবি সংগৃহীত

বগুড়া জেলা এ্যাডভোকেটস বার সমিতির ২০২৫ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩ পদের জন্য ৪৮ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। গত সোমবার বিকাল পর্যন্ত তারা মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ২৯ নভেম্বর সমিতির গওহর আলী ভবনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে সভাপতি পদে ৪জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-এ্যাডভোকেট মোঃ আতাউর রহমান খান মুক্তা, এ এফ এম সাইফুল ইসলাম মিয়া পল্টু, রিয়াজ উদ্দিন ও মো. আব্দুল মতিন। সহ- সভাপতি ২ টি পদের ৮ প্রার্থী হলেন-এ্যাডভোকেট লিয়াকত আলী সরদার, প্রনব কুমার মন্ডল প্রীতিশ, আব্দুস সালাম, সিরাজুল হক, আতিকুর মাহবুব সালাম, শাফি আহম্মেদ মিঠু, চৌধুরী রওশন জাহান, লিমন সরকার।

সাধারণ সম্পাদক পদের ৪ প্রার্থী হলেন-এ্যাডভোকেট আব্দুল লতিফ পশারী ববি, সাখাওয়াত হোসেন মল্লিক, রফিকুল ইসলাম, মোস্তফা কামাল প্রিন্স। যুগ্ম সম্পাদকের ২টি পদে ৭ প্রার্থী হলেন-এ্যাডভোকেট হাবিবুল হাসান ড্রেক, আব্দুল্লাহ আল ফারুক, আবু বকর ছিদ্দিক, নূরুল ইসলাম আকন্দ, এস এম নূরুজ্জামান মেহবুব, মতিন মন্ডল, আতিক মাহমুদ। লাইব্রেরী ও সমাজ কল্যণ সম্পাদক পদের ৪ প্রার্থী হলেন-এ্যাডভোকেট দিলরুবা নুরী, সাইফুদ্দীন সাইফুল, জাকারিয়া সরকার ফেরদৌস, রীতাশ চন্দ্র সরকার।

ম্যাগাজিন সম্পাদক পদে ৩ প্রার্থী হলেন-এ্যাডভোকেট রাজু মন্ডল, শফিকুর রহমান শাফি, এস আব্দুল্লাহ্-হিল-বাকী লিপন। কার্যকরী সদস্যের ৫ টি পদের ১৮ প্রার্থীরা হলেন-এ্যাডভোকেট রাধা রানী বর্মন, মিন্টু কুমার বসাক, এ কে এম আকিল আহমেদ মোমিন, হাফিজার রহমান, শারমীন আক্তার, জুলফিকার আলী, শাহীন মিয়া, বাবুল রহমান, তৌফিকুর রহমান, আতাউর রহমান সবুজ, মোস্তফা শাকিল, আশাবুদজামান আশিব, মৌসুমী আকতার, নিউটন খন্দকার, শফিকুল ইসলাম শফিক, ওয়াহিদা শবনম, শারমিন আক্তার আশা ও আব্দুল করিম।

ঘোষিত নির্বাচনী তফশীল অনুযায়ী আগামী ৪ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ২৯ নভেম্বর সমিতির গওহর আলী ভবনে সকাল ৭ টা হতে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।