প্রতিকী ছবি।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মুক্তিযোদ্ধা বাবার ভাতা উত্তোলন করার জন্য ব্যাংকে যাওয়ার পথে ইজিবাইক থেকে পড়ে নারগিস বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ জুলাই) জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের গোয়ালগছ এলাকায় বাংলাবান্ধা-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত নারগিস বেগম একই উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ঝাড়ুয়াপাড়া এলাকার মৃত আক্তারুল ইসলামের স্ত্রী ও মৃত বীরমুক্তিযোদ্ধা এহসানুল হকের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নারগিস বেগম তার বড় বোনসহ ইজিবাইক যোগে তেঁতুলিয়া সোনালী ব্যাংকে তার বাবার মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করতে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে গোয়ালঝাড় এলাকায় পৌঁছালে হঠাৎ ইজিবাইক থেকে নারগিস বেগম মাথা ঘুরে পড়ে যান এবং মাথায় আঘাতসহ গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে স্থানীয়দের সহযোগিতায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।